ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আগুনঝরা জলপ্রপাত!

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, নভেম্বর ২৩, ২০১৩
আগুনঝরা জলপ্রপাত!


জলপ্রপাত তো চেনা সবার, কিন্তু ছবিতে যেটা দেখছেন সেটাকে জলপ্রপাত বলা চলে না নিশ্চয়ই? একে অগ্নিপ্রপাত বললেই ঠিক হবে। এই হর্সটেইল ফল নামক অগ্নিপ্রপাত রূপের জলপ্রপাত অবস্থিত ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে।




এই জলপ্রপাতটি মৌসুমী, সবসময় প্রবাহিত হয় না। শীতকাল থেকে বসন্তকালের শুরু পর্যন্ত প্রবাহিত হয়। দুটি ধারায় প্রবাহিত হচ্ছে হর্সটেইল ফল। উচ্চতা ৬২০ মিটার এবং ৬৩০ মিটার।


হর্সটেইল ফল দেখে চমকে ওঠা অস্বাভাবিক নয়। হঠাৎ দেখলে মনে হবে যেন আগুন ঝরছে এখান থেকে। আসলে কিন্তু তা নয়, পানিই প্রবাহিত হয় এই জলপ্রপাত থেকে।


জলপ্রপাত থেকে আগুন ঝরার রহস্য উদ্ঘাটন করে দিচ্ছি। আসলে এটি এক ধরনের বিভ্রান্তি। সূর্যের আলো যখন জলপ্রপাতটির পানির উপর প্রতিফলিত হয়, তখন পানির রং দেখায় কমলা এবং লালচে, আগুনবরণ। আর তখনই জলপ্রপাতটিকে দেখে মনে হয় আগুনঝরা অগ্নিপ্রপাত!


ফেব্রুয়ারি মাসে সবচেয়ে আকর্ষণীয় দেখায় হর্সটেইল ফল। তবে সবসময় যে জলপ্রপাতটির অগ্নিঝরা রূপ দেখতে পাবেন তেমনটি নয়, আবহাওয়া ভালো থাকলেই কেবল এই জলপ্রপাতের মন ভোলানো রূপ দেখার সৌভাগ্য হবে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।