ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিশ্বকাপ ক্রিকেট

ব্রিটিশ কাউন্সিলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ইচ্ছেঘুড়ি প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১
ব্রিটিশ কাউন্সিলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশ্বকাপ ক্রিকেট-২০১১ উপলক্ষে দেশজুড়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল।

তিনটি গ্রুপের মাধ্যমে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

গ্রুপগুলো হচ্ছে: গ্রুপ-ক (৫-৭ বছর), গ্রুপ-খ (৮-১০ বছর), গ্রুপ-গ (১১-১৪ বছর)।

প্রতি গ্রুপ থেকে ১০ জন করে বিভাগীয় ভাবে বিজয়ী নির্বাচন করা হবে। যারা আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।

চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে সার্টিফিটেক, ক্রেস্ট ও আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হবে। আর বিভাগীয় ভাবে নির্বাচিত চিত্রাঙ্কনগুলো নিয় আগামী ১০ এবং ১৭ ফেব্রুয়ারি ২০১১ ঢাকা এক প্রদর্শনীও অনুষ্ঠিত হবে। প্রকাশ করা হবে স্মরণিকা।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী বন্ধুরা তাদের চিত্রকর্ম (১১ ইঞ্চি/১৪ ইঞ্চি) আর্ট পেপারে আগামী ৩১ জানুয়ারি, ২০১১ তারিখের মধ্যে ব্রিটিশ কাউন্সিলে পৌঁছতে হবে। চিত্রকর্মের পিছনে আবশ্যই নিজের গ্রুপ, বিভাগের নাম, নিজের নাম, জন্ম তারিখসহ বয়স, স্কুলের নাম ও ঠিকানা, শ্রেণী ও রোল নম্বর, বাসার ঠিকানা এবং টেলিফোন বা মোবাইল নম্বর এবং প্রতিযোগীর একটি পাসপোর্ট সাইজের ছবি যুক্ত করতে হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ করো...

ব্রিটিশ কাউন্সিল রিসোর্স সেন্টার
৫ ফুলার রোড, ঢাকা। ফোন: ৮৬১৮৯০৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।