ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বইমেলায় মীম নোশিন নাওয়াল খান-এর

খেয়া এবং...

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৪
খেয়া এবং...

স্কুলে নতুন ভর্তি হয়েছে মেয়েটি। নাম তার খেয়া।

সে অতি সাধারণ এক মেয়ে, কিন্তু কেন যেন সবার চেয়ে আলাদা। সে স্পষ্টভাষী, পরোপকারী, বন্ধুবৎসল। তাই অল্প কিছুদিনেই খেয়া হয়ে ওঠে ক্লাসের সবার একান্তই আপনজন। সে যে সবার কতটা কাছের মানুষ, কতটা প্রিয়, তা বারবার প্রমাণ হতে থাকে নানা ঘটনার মধ্য দিয়ে।

বিশিষ্ট কবি ফাহাদ, ফ্যাশন সচেতন জেনি, শান্তশিষ্ট ঝিনু, চঞ্চল ডোরা বা ফার্স্ট বয় শান্তু- দুষ্টু-মিষ্টি খুনসুটি আর ভালোবাসার মধ্য দিয়ে গাঢ় হয় খেয়ার সঙ্গে সবার বন্ধুত্ব। দুষ্টুমি-ঠাট্টা বা গল্প-হাসি-আড্ডা শুধু নয়, মান-অভিমান-ভুল বোঝাবুঝি- সবটার মধ্য দিয়ে দ্রুতই কাটতে থাকে দিনগুলো।

ঘুরতে গিয়ে একাধিকবার বিপদে পড়তে হলো খেয়াদেরকে। সমাজবিচ্ছিন্ন খাসিয়াদের খপ্পরে পড়েই শেষ নয়, ওদেরকে অপহরণ করলো চোরাচালানকারী আজিদ মোল্লার লোকেরাও। আর এসব ঘটনার মাধ্যমেই পূর্ণ হলো খেয়ার অনেকদিনের অপূর্ণ এক ইচ্ছে। কিন্তু সেই ইচ্ছেপূরণই আবার ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো সবচেয়ে ভালো বন্ধু শান্তুর।

তবে অ্যাডভেঞ্চার, দুষ্টুমি-ঠাট্টা, মান-অভিমান সবকিছু ছাপিয়ে যায় খেয়া এবং তার বন্ধুদের সত্যিকারের বন্ধুত্বই।  

বন্ধু-বান্ধবদের মধ্যে ঘটনার টান টান উত্তেজনা আর অ্যাডভেঞ্চারের মধ্যে রয়েছে আরও ছোট ছোট গল্প।

স্কুল পড়ুয়া শিশু-কিশোরদের জন্য বইটি লিখেছেন মীম নোশিন নাওয়াল খান। এটি তার প্রকাশিত ৬ষ্ঠ বই। এবারের বইমেলায় প্রথম। আরো দুটি প্রকাশের অপেক্ষায়। গল্প, ছড়া, কিশোর উপন্যাস লিখে ইতোমধ্যে খ্যাতি অর্জন করেছে মীম। কাজের স্বীকৃতিস্বরূপ দুবার পেয়েছে মীনা অ্যাওয়ার্ড। গত বইমেলায় প্রকাশিত ‘একজন ক্লাস ক্যাপ্টেনের ডায়েরি’ বইটি পাঠক মহলে বেশ সুনাম অর্জন করে।

খেয়া এবং... বইটি মেলায় এনেছে পার্ল পাবলিকেশন্স। মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা। আর বইটির প্রচ্ছদ এঁকেছেন মশিউর রহমান।

বাংলানিউজের সর্বকনিষ্ঠ নিউজরুম এডিটর এবং ইচ্ছেঘুড়ির নিয়মিত লেখক মীম নোশিন নাওয়াল খান ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।