ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঘরে বসেই বানাও পুতুল

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, এপ্রিল ৬, ২০১৪
ঘরে বসেই বানাও পুতুল

যা লাগবে তোমার
চ্যাপ্টা কাঠি (আইসক্রিমের কাঠি হলেই চলবে), রং, তুলি, বোতাম, পুঁথি, প্লাস্টিকের চোখ, ক্র্যাফট ফোম।
kid_1
যেভাবে করবে
# প্রথমেই কাঠিটাকে রং করে নাও।

যে প্রাণী তৈরি করবে তার গায়ের রঙে রাঙাবে কিন্তু।
# এবার প্রাণীটির গায়ে কোনো নকশা থাকলে তাও এঁকে ফেলো। যেমন জেব্রার গায়ে কালো ডোরা আছে।

kid_2_
# গরু বানালে নাক বানানোর জন্য বোতাম ব্যবহার করো। অন্য কিছু হলে নাক এঁকে নাও অথবা পুঁথিও ব্যবহার করতে পারো।
# আঠা দিয়ে প্লাস্টিকের চোখ লাগিয়ে দাও।
kid_3
# মাথার উপরে কান অথবা ঝুঁটি তৈরি করতে (প্রাণী অনুযায়ী) ক্র্যাফট ফোম কেটে আঠা দিয়ে লাগিয়ে নাও। যদি তোমার প্রাণীটির কেশর বা চুল থাকে, তবে উল কেটে আঠা দিয়ে লাগিয়ে তা বানিয়ে নাও।
kid_4
ব্যস! তোমার কাঠির প্রাণিগুলো এবার তৈরি। এখন তুমি ওদেরকে নিয়ে খেলতে শুরু করতে পারো।

তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।