ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কাজ নিয়েই বাঁচে ।। জাকির আজাদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, মে ১, ২০১৪
কাজ নিয়েই বাঁচে ।। জাকির আজাদ

নয় বছরের শিশু নিজাম
সকাল থেকে সাঁঝে,
তিরিশ টাকা পায় মজুরি
ইট ভাঙারই কাজে।

ঘরে আছে অন্ধ বোন
যক্ষ্মা রোগী মা-যে,
তাদের ফেলে চলে গেছে
বাপটা ছিলো বাজে।



বছর ঘুরে মে‘ডে আসে
নানা মাত্রা- ধাঁচে,
দিনটি পালন করতে সবাই
ঝাণ্ডা নিয়ে নাচে।

কাজটা ফেলে যায়না নিজাম
এসব কিছুর টাচে,
জীর্ণ বস্ত্রে আধপেট খেয়ে
কাজ নিয়েই বাঁচে।

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: [email protected]

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মে ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।