বারোটি মাস ঘুরে
এলো বৈশাখ
ঘরে ঘরে পড়ল সাড়া
খুশি দিচ্ছে ডাক।
দুঃখ ব্যথা গ্লানি ভুলে
সম্ভাবনার দিশা
নতুন বছর পথ দেখাবে
কাটিয়ে অমানিশা।
বছর এবার ভালোই যাবে
মাঠ ভরেছে ধানে,
পাড়ায় পাড়ায় জমবে আসর
রাত্রিবেলা গানে।
নতুন ধানের চিড়ে মুড়ি
সাথে কাঁঠাল আম
তৃপ্তি ভরা স্বাদের নাচন
মুখেতে ধুমধাম।
রসে ভরা জাম তরমুজ
গরম দুপুর বেলা
লিচু আছে তাদের সাথে
করবে মুখে খেলা।
আরও কত ফল যে ধরে
এই বোশেখের কালে
কাচা কিংবা পাকা হোক
শোভিত হয় ডালে।
নানা স্বাদের ফল যেন পাই
সারা বছর জুড়ে
সুখেরা সব ঘরেই থাকুক
দুঃখরা যাক উড়ে।
ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: [email protected]
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ০৫, ২০১৪