ঢাকা, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রবির চরণে

সুমন বিশ্বাস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মে ৮, ২০১৪
রবির চরণে

আকাশের বুকে জ্বাললে তুমি
হাজার রঙের তারা,
বাতাসের মাঠে বুনলে তুমি
মধুর সুরের ধারা।

বিশ্বকে তুমি অবাক করেছ
তোমার প্রতিভা দিয়ে,
পৃথিবীর যত কবি আছে তারা
ভেবে মরে বিস্ময়ে।



মনের বাগানে ফুল ফুটেছিল
মন উঠেছিল দুলি,
স্বপ্ন রাঙাতে তাই তুমি হাতে
তুলেছিলে রংতুলি।

তোমার প্রতিভা নিয়ে কত কথা
ফুরাবে না বলি যত,
শ্রদ্ধাতে তাই তোমার চরণে
বার বার হই নত।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মে ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।