তাক কুড় কুড় তাক
পূজা এলো পূজা
বাজে কাঁসর ঢাক
তাক কুড় কুড় তাক।
পূজা এলে নেইকো শাসন
পড়ার সাথে আড়ি,
সারাটা দিন হৈ চৈ করে
মাথায় তুলি বাড়ি।
পূজার সময় নতুন জামা
গায়ে পরে যাই,
ঠাকুর দেখা শেষ করে
মনডা-মিঠাই খাই।
তাক কুড় কুড় তাক
তাক কুড় কুড় তাক
পূজা এলো পূজো এলো
বাজে কাঁসর ঢাক। ।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪