ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সেরা স্কুলের সেরা শিক্ষার্থীদের গল্প

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মে ১২, ২০১১
সেরা স্কুলের সেরা শিক্ষার্থীদের গল্প

ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের মেয়ে সাবরিনা জাহান প্রভা। কয়েকদিন ধরেই ওর মন ভালো নেই।

কেবলই দু:চিন্তা ‘জিপিএ-৫ পাবো তো!’ বৃহস্পতিবার সকাল থেকে চিন্তাটা আরও বাড়তে থাকে।

চিন্তা নিয়ে ২টা না বাজতেই স্কুল ক্যাম্পাসে উপস্থিত প্রভা। একসময় জানতে পারলো অনেকের মতো সেও জিপিএ-৫ পেয়েছে। আনন্দ তার ঠেকায় কে? বাঁধ ভাঙা আনন্দ নিয়ে উল্লসিত প্রভা।

তার মতো টুইন বোন তৃষ্ণা ও তৃপ্তি, সিনথিয়া, জাহিন, রাকিবের প্রায় একই অবস্থা। প্রত্যেকেই পেয়েছে জিপিএ-৫।

এসএসসি’র ফল প্রকাশের পর রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের এসব শিক্ষার্থীর মতো রাজধানীর সেরা স্কুলের চিত্রটা ছিল এমনই। ফল প্রকাশের পরপরই স্কুলগুলোতে শুরু হয় শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস। একে অপরকে জড়িয়ে চিৎকার, গান আর নাচানাচির মধ্য দিয়ে ভাগ করে নেয় ভালো ফলের আনন্দ। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও শামিল হন এই উৎসবে।

ঢাকার অন্য স্কুলগুলোর মধ্যে সবচেয়ে ভালো করা এই স্কুলের শিক্ষার্থীদের আনন্দটা ছিল একটু বেশি। এই আনন্দ উৎসবে যোগ দেন স্কুলের অধ্যক্ষ কর্নেল এএসএম মুশফিকুর রহমান।

জিপিএ-৫ পেয়ে আলোকিত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে অনেকেই। ডাক্তার, প্রকৌশলী হয়ে যারা কাজ করতে চায় দেশের জন্য, মানুষের জন্য।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী তানজিউল হক জানালো, ‘জিপিএ-৫ পেয়েছি। অনেক ভালো লাগছে। এখন ভালো একটি কলেজে ভর্তি হতে চাই। এইচএসসিতে ভালো ফলাফল করে প্রকৌশলী হতে চাই। ’

সেরা এই স্কুলের মোট ৩৯৩ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭৯ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩২১ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৫ জন এবং মানবিক বিভাগের ৩ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ইংরেজি মাধ্যমে বিজ্ঞান বিভাগে ৭৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৭ জন জিপিএ-৫ পয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।