ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ভাইয়া আমার | মীম নোশিন নাওয়াল খান

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
ভাইয়া আমার | মীম নোশিন নাওয়াল খান

জানো ভাইয়া, লস অ্যাঞ্জেলস স্বপ্ন আমার জুড়ে,
প্রায়ই ভাবি, পারি যদি সেথায় যেতে উড়ে!
ভাবি রোজই এমআইটিতে পড়ব আমি ঠিক,
তা নাহলে হার্ভার্ডে, নয় আর কোনোদিক।

রাফায়েল রেইফ- এমআইটির
প্রেসিডেন্ট, তা জানো?
বলল আমায়, ভাইয়াটাকে
আমার কাছে আনো।


এমআইটিতেই পড়বে তুমি, কথা তোমায় দিলাম,
আজকে থেকে ভাইয়াটাকে এই আমিটা নিলাম।

দু’হাত তুলে চেঁচিয়ে আমি করলাম সব সারা,
কিছুতেই পারব না তো হতে ভাইয়াহারা।
তোমার হোথায় পড়তে আমি একটু মোটে চাই না,
ভাইয়া ছাড়া খাই না আমি, কোনো গানই গাই না।

লস অ্যাঞ্জেলস মেয়র আমায় খুব ধরেছে হাতে,
ভাইয়াটাকে দাও না লক্ষ্মী দিয়ে আমার সাথে!
ক্যালিফোর্নিয়ায় তোমায় বিশাল বাগানবাড়ি দেব,
বিনিময়ে খুব বেশি না, ভাইয়াটাকে নেব।
সঙ্গে দেব দামি গাড়ি, চাকরি মস্ত বড়,
সোনার গয়না, মুক্তো, হীরে- চাও যদি তারপরও।

ওদের আমি না করেছি, খুব করেছি রাগ,
বলেছি ভাই যা তো তোরা- এখান থেকে ভাগ!
চাই না আমার বিশাল বাড়ি, কিংবা গাড়ি দামি,
সব বিনিময় শুধুই আমার ভাইয়াকে চাই আমি।
কী হবে আর এসব দিয়ে ভাইয়াটাকে ছাড়া?
বলবি আবার, বকব ভীষণ, দেখবি তবে, দাঁড়া!
শ্রেষ্ঠ আমার সেই মুহূর্ত, ভাইয়া যখন ডাকে,
ভাইয়া ছাড়া বলো আমি থাকব নিয়ে কাকে?
সেরা আমার সময়টুকু ভাইয়ার হাত ধরে,
হাঁটি যখন পথের বাঁকে কাকডাকা এক ভোরে।
চাই না আমার কোনোকিছুই ভাইয়াটাকে ছেড়ে,
যায় না আমার কিছুই এসে নাও যদি সব কেড়ে।
ভাইয়া আমার শুধুই যদি আমার কাছে থাকে,
সুখগুলো সব আবীর হয়ে স্বপ্ন চোখে আঁকে।  

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।