অনেক কাল আগে কচ্ছপ পানিতে থাকতো না। সে মাটির উপর বসবাস করতো।
গ্রামের প্রধানের সামনে কচ্ছপটি রেখে বললো, আমরা কী করে কচ্ছপটিকে রান্না করবো প্রধান?
তখন কচ্ছপ বলে উঠলো, রান্না করতে হলে প্রথমে আমাকে মেরে ফেলতে হবে। তারপর আমার শরীর আলাদা করতে হবে খোলস থেকে।
শিকারিদের ভেতর থেকে একজন বললো, আমরা লাঠির আঘাতে তোমার খোলস ভেঙে ফেলবো।
কচ্ছপ উত্তর দিলো, তাতে কাজ হবে না। তার চেয়ে বরং আমাকে তোমরা পানিতে ফেলে দাও আর ডুবিয়ে রাখো। পানিতে ভিজে আমার শরীর থেকে খোলস আলগা হয়ে যাবে।
দলের প্রধান উল্লাসিত হয়ে বললো, দারুণ বুদ্ধি!
এরপর সবাই ধরাধরি করে কচ্ছপটিকে পানিতে ফেলে দিলো। তাকে ডুবিয়ে রাখলো পানিতে।
কচ্ছপকে পানিতে রেখে শিকারিরা ভোজ তৈরির আয়োজন শুরু করলো। খানিক বাদে কচ্ছপ পানির ভিতর থেকে তার সবুজ চোখ পিটপিট করে তাকিয়ে দেখলো, শিকারিরা মহা ধুমধামে রান্নার বন্দোবস্ত করছে।
সে মিটিমিটি হেসে বললো, রান্নার এতো তোড়জোড় কোরো না বোকারা!
সাঁতার কাটতে কাটতে কচ্ছপ একগাল হেসে বললো, আমি ভাবছি এখন থেকে বাকি জীবনটা পানিতেই নিরাপদে কাটিয়ে দেবো।
শিকারিরা বুঝলো, কী বোকামিই না তারা করেছে। তাদের আর কচ্ছপ দিয়ে ভূরিভোজ হলো না।
সেই থেকে কচ্ছপ পানিতে বসবাস করে।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
এসএস/