ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নিজেও বানাও ময়ূর পাখা

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
নিজেও বানাও ময়ূর পাখা

ঢাকা: কাগজ দিয়ে হাতপাখা বানাতে প্রায় সবাই পারো। এই সাদাসিধে পাখাটিকে যদি আকর্ষণীয় করে ফেলা যায়, তাহলে বেশ হয় তাই না? ধরো, হাতপাখাকে একটি ময়ূর পাখা বানিয়ে ফেললে!

কীভাবে বানাবে ভাবছ? চলো শিখে নিই ময়ূর পাখা কীভাবে বানানো যায়।



যা লাগবে
১. সাদা কাগজ
২. রঙিন কাগজ
৩. পোস্টার বা অ্যাক্রেলিক রঙ
৪. আঠা
৫. কাঁচি
৬. ক্লথপিন বা বাঁশের কঞ্চি

যেভাবে বানাবে
১. প্রথমে দু’টো সাদা কাগজে রঙ দিয়ে আঙুলের ছাপ দাও। চাইলে তুলি দিয়েও কোনো নকশা করতে পারো।

২. এবার ছবির মতো করে নানা রঙের কাগজ থেকে ময়ূরের শরীরের নানা অংশ এঁকে কেটে নাও।

৩. কাটা টুকরোগুলো আঠা দিয়ে লাগিয়ে ময়ূর বানাও।

৪. যে কাগজ দু’টোতে তোমার আঙুলের ছাপ দিয়েছিলে, সেটি শুকিয়ে গেলে তা ছবির মতো ভাঁজ করে হাতপাখা বানাও।

৫. এবার দু’টো পাখা আঠা দিয়ে জোড়া লাগাও।

৬. ক্লথপিনের ভিতর পাখাটিকে আটকে নাও। ক্লথপিন না পেলে বাঁশের কঞ্চি ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে বড়দের সাহায্য নিয়ে কঞ্চিটা একটু চিরে নিয়ে সেই বরাবর পাখাটিকে আটকাও।

৭. রঙিন সুতো দিয়ে ক্লথপিন বা কঞ্চিটা পেঁচিয়ে নাও।

৮. সবশেষে তোমার ময়ূরটিকে আঠা দিয়ে পাখার সঙ্গে লাগাও।

ব্যস। তৈরি হয়ে গেলো তোমার আকর্ষণীয় ময়ূর পাখা।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।