ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

হেমন্তের ডাক | শাহজাহান মোহাম্মদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
হেমন্তের ডাক | শাহজাহান মোহাম্মদ

মিষ্টি রোদের ঝলক এসে
পড়লো পাকা ধানে
হেমন্তের ডাক পড়েছে
পাখির কলতানে।

আবছা আবছা কুয়াশা
আকাঁ বাঁকা পথে
রাখাল বালক যায় মিশে
ভোরের হাওয়ার রথে।



শিউলি তলায় পল্লী বালিকা
শিশির সিক্ত পায়
ফুল কুড়াতে ভিড় জমায়
বাংলা মায়ের গাঁ’য়।

পাকা ধানের চলছে মাড়াই
বাড়ির উঠান জুড়ে
পায়রার দল খুশি মনে
দূর আকাশে ঘুরে।

নতুন ধানে নতুন চালের
পিঠা পুলির ঘ্রাণ
গাঁও গ্রামে নবান্ন আজ
কৃষ্ণাণ বধূর প্রাণ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।