ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শিশুদের দেখা শিশু অধিকার

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুন ২৯, ২০১১
শিশুদের দেখা শিশু অধিকার

শিশুদের দেখা শিশু অধিকার পরিস্থিতি নিয়ে ‘আমাদের গল্প’ শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। বুধবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এই প্রতিবেদনের মোড়ক উন্মোচন হয়।



বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন, প্লান-বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেন অষ্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে প্রতিবেদনটি প্রকাশ হয় হয়েছে।

মোড়ক উন্মোচন করেন জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের পরিচালক আ. ক. ম. সাইফুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সঞ্জিব চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, প্লান বাংলাদেশের শিক্ষা বিষয়ক কর্মসূচির পরামর্শক মনজুর আল খালেদ প্রমূখ।

সূত্র জানিয়েছে, ২০১০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় শিশুরা তাদের অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর তথ্য সংগ্রহ করে তা গল্প আকারে প্রকাশ করে। যা নিয়েই ‘আমাদের গল্প’ প্রকাশ করা হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।