ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

আম পে‌কে‌ছে জাম পে‌কে‌ছে | মো. মোসা‌দ্দেক হোসেন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জুন ১১, ২০১৬
আম পে‌কে‌ছে জাম পে‌কে‌ছে | মো. মোসা‌দ্দেক হোসেন

আম পে‌কে‌ছে জাম পে‌কে‌ছে
‌পে‌কে‌ছে গা‌ছে কাঁঠাল
রাঙা র‌সের ঝ‌রা ফ‌লে
‌সয়লাব হয় চাতাল।
আনার‌সের মধুর রসে
‌কিংবা গা‌ছের খেঁজুর
মধু মা‌সে জুড়ায় হৃদয়
রস টলটলে লিচুর।


পা‌নি জা‌মের স্বাদটা মজা
মজা তা‌লের আঁঠি
‌জ্যৈষ্ঠ এ‌লেই মিষ্ট মু‌খে
স্বাদটা পাই খাঁ‌টি।
লটক‌নের টকটা যেন
লা‌গে আমায় বেশ
ফ‌লের মা‌সে নানান ফ‌লে
ভ‌রে বাংলা‌দেশ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ১১, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।