ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছোট্ট পাখি টুনটুনি | সৈয়দ শরীফ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুন ২১, ২০১৬
ছোট্ট পাখি টুনটুনি | সৈয়দ শরীফ

        ছোট্ট পাখি টুনটুনিদের
        চাও যদি কেউ কাছে,
        যাও সেথায়, যেথা ভরা-
        হরেকরকম গাছে!

        সেই গাছেতে দেখবে তাদের
        দুষ্টুমি আর খেলা,
        দেখার সময় টের পাবে না
        কাটবে তোমার বেলা।

        টুনটুনিরা চতুর যে খুব
        যদিও তারা ছোট,
        ছোট তাদের পেখমখানা
        ছোট তাদের ঠোঁটও।

        ধরতে গেলেই উড়াল দেবে
        দূর থেকে তাই দেখো,
        উড়লে তবে আর পাবে না
        কথাটা মনে রেখো।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।