ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

নিজের ফাঁদে নিজে | কাজল বিনতে শাহিদা

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুন ২২, ২০১৬
নিজের ফাঁদে নিজে | কাজল বিনতে শাহিদা

গত বছর মাঘে
শেয়াল এবং বাঘে
সন্ধি করে বন্ধু হল দু’জন
বনের সিংহ হাতি
ভাবলো দিবা রাতি
বাঘ শেয়ালে হয় কি কভু সুজন।
শেয়াল বেটার ফন্দি!
বাঘকে করে বন্দি
বনের রাজা শেয়াল হয়ে বুঝি-
গেড়ে বসে আসন
করে স্বৈর শাসন
কাটবে বনের সব পশুর রুজি।


আর দেরি নয় আজই
সবাই হলো রাজি
বাঘ মামাকে বলতে হবে খুলে
শেয়ালের এই ফাঁদে
বাঘ না যেন বাঁধে
বরং তাকে মারবে মাথায় তুলে।
শুনে আসে পাশে
শেয়াল মরে ত্রাসে
বাঘের সামনে পড়লে হবে কি যে!
পা ভেঙে হয় চুর
বুক কাপে ধুর ধুর
নিজের ফাঁদে মরবো এখন নিজে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।