ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কেউ কেউ ভালো খাচ্ছে | সৈয়দ শরীফ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
কেউ কেউ ভালো খাচ্ছে | সৈয়দ শরীফ

কেউ কেউ ভালো খাচ্ছে
           আরামে ঘুমাচ্ছে,
কেউ বা আবার ক্ষুধার ব্যথায়-
      মুখ লুকিয়ে কাঁদছে।

কেউ খুব ভালো রাঁধছে
      কুকুরকে তা সাধছে,
কেউ বা আবার ভাত না পেয়ে-
    ফুঁপ-ফুঁপিয়ে কাঁদছে।

  কেউ পার্লারে সাজছে
         শপিংমলে যাচ্ছে,
কেউ বা আবার তাদের কাছে-
        দুইটি টাকা চাচ্ছে।

  কেউ বা হয়তো পাচ্ছে
     নয়তো ধমক খাচ্ছে,
       শপিংমলের দোকানিরা-
   অনেক টাকাই পাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।