ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

কাব্য’র ভাবনা | হুসাইন আজাদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
কাব্য’র ভাবনা | হুসাইন আজাদ

‘ঘুম ভেঙেছে বাবু সোনা?’
আম্মু দিলেন ডাক,
কাব্য বাবু ঢুলুঢুলু
ঘুমে দোলে নাক,
আম্মু নিয়ে গোসল দিলেন
দিলেন মাছ ও ভাত,
খাবার খেয়ে আম্মুর হাতে
কাব্য মোছে হাত!
পরলো নতুন জামা-জুতো
ব্যাগে নিলো বই,
কাব্যর হঠাৎ মনে পড়ে
‘কলম গেলো কই?’
আম্মু জানেন আগেরটা শেষ
দিলেন নতুন তাই,
নতুন কলম পেয়েই কাব্য
আম্মুকে দেয় ‘বাই’।
ইশকুল এসে মন পাঠে দেয়
কিন্তু বসে মন?
‘কখন হবে ছুটি’, ‘বাড়ি-
যেতে কতোক্ষণ’?
ম্যাম-স্যারেরা ভীষণ ভালো
আদরে দেন পাঠ,
কাব্য তবু আম্মু খোঁজে
আকাশ-খোলা মাঠ।


ছুটি হলেই কাব্য ছোটে
দৌড়ে মায়ের কোল,
বুকের ভেতর ধড়ফড়ানি
‘আম্মু আম্মু’ বোল।

কাব্য ভাবে ‘লেখা-পড়া
কবে হবে শেষ’,
‘কখনো কি পড়াশোনায় 
দূর রবে মা-দেশ?’

(৪ আগস্ট সাজিদ তানজীম কাব্য’র পঞ্চম শুভ জন্মবার্ষিকী)

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।