ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ভূত ভূত খুঁত খুঁত

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১
ভূত ভূত খুঁত খুঁত

ভূতের কথা শুনলে কে না ভয় পায়। তবে ভূতে ছড়া পড়তে মজা পায় না এমন পাঠক কমই আছে।



জগতের যতো ভূত / যে যার মতো ভূত / ভালো ভূত কালো ভূত / আধো ছায়া আলো ভূত -এরকম কত রকমের ভূতই না আছে। তবে সে ভূত কেবলই গালগপ্পো। কারণ বাস্তবে ভূত বলে কিছুই নেই।

তবে ছড়া মাধ্যমে সবাই ভূতের কথা জানাতে তোমাদের জন্য মজার একটি বই লিখেছেন শিশুসাহিত্যিক বিনয় বর্মন। ‘ভূত ভূত খুঁত খুঁত’ নামের এই বইয়ে রয়েছে ভূত নিয়ে শতাধিক ছড়া।

তোমাদের জন্য বইটি প্রকাশ করেছে প্রকাশনী সংস্থা প্রকৃতি। পাওয়া যাচ্ছে রাজধানীর আজিজ সুপার মার্কেটের ‘শুদ্ধস্বর’ সহ তোমার পাশের বইয়ের দোকানেও।

তো আর দেরি না করে এখন সংগ্রহ করে পড়ে নাও ভূত নিয়ে মজার মজার সব ছড়া।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।