কখনো পিষ্ট হতে পারি ভারী গার্টারের চাপে
চাপার ভয়ে বুকটা আমার দুরু দুরু কাঁপে।
ফ্লাইওভারের পাশ দিয়ে যেতেই লাগে ভয়
পড়বে নাতো মাথার ওপর কখন কি-যে হয়।
কখনো আবার পড়তে পারি ম্যানহোলেরই গর্তে
এসব মেনে ঢাকায় আছি বাঁচতে হবে এই শর্তে।
রাস্তা কেটে ড্রেন বানায় ড্রেন বুজিয়ে রাস্তা
এমন কারবার দেখে ভাবি টাকা বেজায় সস্তা।
খোঁড়াখুড়ির জন্য রাস্তায় যান চলাচল বন্ধ
ভিন্ন পথে গিয়ে গাড়ি হারায় চলার ছন্দ।
চওড়া কিংবা চিকন রাস্তায় শুধুই গাড়ির বহর
যানজট তাই লেগেই থাকে এইতো ঢাকা শহর।
ধুলার শহর এখন ঢাকা মরছি কেশে কেশে
এই শহরে এসেই বুঝি গেলাম আমি ফেঁসে।
বুলেট বোমার ভয়ও আছে আছে কতো জঙ্গি
এক বাসাতে থেকেই হয়তো হচ্ছি ওদের সঙ্গী।
আত্মঘাতী হয়েই ওরা ঘুরছে রাস্তা ঘাটে
এই শঙ্কায় নগরবাসীর দিন রাত্রি কাটে।
মরতে পারি বুলেট বোমায় কিংবা ট্রেনে কেটে
এত বাধার মধ্যে আমি কেমনে খাব খেটে।
ফুটপাতেও যায় না হাঁটা দোকানদারদের জন্য
নির্বিঘ্নে পথ হাঁটতে চেয়ে উপায় খুঁজি অন্য।
গর্ব করে বলো বাবা ঢাকায় থাকে ছেলে
কেমন কষ্টে আছি ঢাকায় সে খবর কি মেলে?
বাবা তুমি দেখে যেও কেমনে ঢাকায় আছি
দিনে মশার ভনভনানি রাতের বেলায় মাছি।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এএ