ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পরিবেশ বন্ধু হেগ

শাপলা বড়ুয়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১
পরিবেশ বন্ধু হেগ

অবিকল সাপই যেন। মনে হয় এক্ষুণি ফোঁসফোঁস শব্দে ফণা তুলে বাগিয়ে এলো কারো দিকে।

আর এই হেগ ফিশদের দেখলে তোমাদেরও সাপ ছাড়া অন্য কিছু মনে হবে না। ভাবছো তো সাপ আবার মাছ হয় কি করে?

এরা সাপ নয়, তবে আমাদের দেশের বাইম মাছেরই যমজ ভাই বলতে পারো এদের। বেশ পিচ্ছিল শরীর। আর এমন চ্যাটচ্যাটে শরীর হওয়ার জন্য যে কারোই মনে হতে পারে এই বুঝি হাত থেকে ছুটে গেল মাছটি। তবে কি জানো এদের এই পিচ্ছিল শরীর শত্র“র হাত থেকে বাঁচাতে বেশ সাহায্যও করে। আর যেজন্য নিশ্চিন্ত মন নিয়ে যেখানে-সেখানে ঘুরেও বেড়ায় এরা।

তবে দেখতে যেমনই লাগুক না কেন, বেশ উপকারী মাছ এরা। সমুদ্রের কোথাও কোন ময়লা-আবর্জনা দেখতে পেয়েছে কী সঙ্গে সঙ্গে খেয়ে-দেয়ে সাফ-সুতোরো করে ফেলে এরা। এমন কি বাদ যায় না পানিতে ভেসে আসা পচা-ধচা ময়লাগুলোও। আর এজন্য শিকার খুঁজতে গিয়ে এদের তেমন কাঠ-খড় পোড়াতে হয় না।

সেজন্যই বুঝি হেগদের নামের সঙ্গে জুড়িয়ে দেয়া হয় ‘পরিবেশের বান্ধব’ শব্দটি। স্বাদেও অতুলনীয়। আর যে জন্য সুস্বাস্থ্য ও আর্থিক লাভের কথা মাথায় রেখে অনেক দেশে রীতিমতন ঘটা করে চাষ করা হচ্ছে এই মাছ।

কোরিয়া ও এশিয়ার কিছু দেশে এর তৈরি খাবার এমনই জনপ্রিয় যে, এই মাছ না হলে যেন অপূর্ণই থেকে যায় সেই সময়ের খাবারটা। শুধু কী স্বাদই নয়, এর চামড়ারও রয়েছে যথেষ্ঠ কদর। বিশেষকরে আমেরিকায় বেশ চড়া দামেই বিকানো হয় হেগদের চামড়া।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।