তোমার ছোঁয়া সবখানেতে জীবন খেলার মাঠে
তুমিই বাবা পরম পাওয়া সকল সুখের পাঠে।
তুমি বাবা শীতল আবেশ বটের ছায়ার মত
হৃদয় জুড়ে সোহাগ দিয়ে দূর করে দাও ক্ষত।
হাতের উপর হাত দিয়ে শেখা হতো লেখা
তোমার হাতে সেই যে আমার প্রথম পড়া শেখা।
তুমিই বাবা সুখ অনাবিল তৃষ্ণাতুরে জল
দু’চোখ জুড়ে আলোর ছটা-স্বপ্ন অবিরল।
তুমিই আমার প্রিয় বাবা, তুমিই আমার প্রিয়
সকল সময় বাবা আমার শ্রদ্ধা আমার নিও।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এএ