লম্বা চুলে বাঁধবে ঝুঁটি
ঠোঁটদুটো তার রাঙা চাই
এমন যুগেও নূপুর বেঁধে
দিতেই হবে আলতা পায়।
বইগুলো সব নিতেই হবে
বইয়ের ভারে পিঠ কুঁজো
বই টেনে যে লাভ হবে না
নেইকো বুঝি সেই বুঝও।
রাঁধতে গেলেই কাঁদবে শুধু
মিছামিছি চোখ ডলে
কথায় কথায় বলবে আরও
মণ্ডা খেতে মন বলে।
ঝুমঝুমিটা রাগ করে সে
আর নেবে না হাত তুলে
ছিঁচকাঁদুনে খুকির পুতুল
পড়লে সবই যায় ভুলে।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এএ