ফসল বোঝাই শকট যখন বাড়ির পানে ছোটে
এতদিনের ক্লান্তি মুখে ফুল হয়ে তায় ফোটে।
ধান সারাতে ব্যস্ত বধু নাওয়া-খাওয়া ভুলে
নবান্ন যে ডাকছে সবার দিল-দরিয়া খুলে।
বাড়ি বাড়ি পিঠার হাড়ি জ্বলছে সাঁঝের বেলা
খোকাখুকুর হিল্লোলে গাঁ স্বর্গ-সুখের ভেলা।
ঘামে ভেজা ক্লান্ত দেহের নেই যে কোনো ক্লেদ
নতুন দিনের নতুন আশায় ভাঙলো ভেদাভেদ।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এএ