তাদের তৈরি সেই মৃৎশিল্পগুলো নিয়ে দু’দিনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে রাজধানীর ধানমণ্ডির দৃক গ্যালারিতে।
‘মৃৎশিল্পে শিশুর স্বপ্নের আবাস’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হবে শুক্রবার (২৭ অক্টোবর) ও শনিবার (২৮ অক্টোবর)।
শুক্রবার বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের উৎসাহ দিতে অতিথি হয়ে আসবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফাইন আর্টস বিভাগের পরিচালক চিত্রশিল্পী মুনিরুজ্জামান, চিত্রশিল্পী সব্যসাচী হাজরা, ভাস্কর মানবেন্দ্র ঘোষ, ভাস্কর তারানা হালিম, বাংলা একাডেমির উপ-পরিচালক সাহিত্যিক ড. তপন বাগচী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজুসহ আরও অনেক গুণীজন।
বাংলাদেশ সময: ২২২৫ ঘন্টা, অক্টোবর ২৬, ২০১৭
এএসআর