ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মেলা

মাজহার খোকন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১১
মেলা

পুকুর পাড়ে বসেছে মেলা
রং তামাশা কত খেলা
এক কোণায় নাগর দোলা
অন্য কোণায় লাঠি চালা।

পোঁ পোঁ করে বাঁশি বাজে
খোকা খুকু পুতুল সাজে
ছুটছে মেলায় ঘুরে ফিরে
বিজলী ঝিলিক অনেক দূরে।



ছোকড়া বুড়া বটের তলে
খেলছে সবাই তাস
মিনি মনি লুনা শফি
দেখছে কাঁচের হাঁস।

মিনির সাথে আছে বাবা
মনির সাথে মামা
ফ্যালফ্যালিয়ে লুনা তাকায়
ঝিকমিকিয়ে লাল জামা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।