ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চাঁদের পাহাড় | আহমেদ রব্বানী

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
চাঁদের পাহাড় | আহমেদ রব্বানী চাঁদের পাহাড়

নীল আকাশে চাঁদের দেশে
ভাসিয়ে মেঘের ভেলা
চাঁদের পাহাড় দেব পাড়ি
কাটবে সারাবেলা!

চাঁদের বুড়ি চরকা কাটে
নিত্য ভালোবেসে
ভাব জমাবো তারই সনে
আমরা হেসে হেসে।

চরকা কাটার শিক্ষা কিছু
তালিম নেব আর
নতুন নতুন জামা কাপড়
বানাবো যে সবার।

বাবা মাকে নতুন জামা 
দেব উপহার
আদর করে বুকে টেনে 
নেবে শতবার।

ichchheghuri
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।