আগ প্রভাতে কাস্তে হাতে
কৃষক ছোটে মাঠের পানে,
উঠলো ভরে থরে বিথরে
আকাশ বাতাস মাটির গানে।
ধান পেকেছে, ধান পেকেছ।
ধান পেকেছে, ধান পেকেছে
সুর উঠেছে কাঁচির আগায়
সোনার ধানের গোঁড়ায় গোঁড়ায়।
পাখ-পাখালির মনের মাঝে
উঠলো নাচন ভাঁজে ভাঁজে,
নতুন ফসল নতুন খুশি
সকাল সাঁঝে সে সুর বাজে।
ধান পেকেছে, ধান পেকেছে। ।
ধান পেকেছে, ধান পেকেছে
ধুম লেগেছে গাঁও গেরামে
আসছে খুশি হাসির খামে।
নতুন ধানের চালের গুঁড়া
দিচ্ছে দোলা সবার মনে,
পূর্ণ শশীর পূর্ণিমা চাঁদ
হাসছে যেন রোজ স্বপনে।
ধান পেকেছে, ধান পেকেছে। ।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এএ