ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জোকস : সমস্যার সমাধান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১১
জোকস : সমস্যার সমাধান

সমস্যার সমাধান

প্রশ্ন: চাঁদে একজন রাজাকার। এর মানে কী?
উত্তর: সমস্যা।


প্রশ্ন: চাঁদে দু`জন রাজাকার। এর মানে কী?
উত্তর: মহা সমস্যা।
প্রশ্ন: গোটা রাজাকার সমাজ চাঁদে। এর মানে কী?
উত্তর: সমস্যার সমাধান।

আমারটাও তো মরে গিয়েছিলো!`

সুমন আর জুমন, দুই আধুনিক চাষী, গরু চাষ করে তারা।
সুমন একদিন এসে জুমনকে বলছে, `দোস্ত, তোর একটা গরুর খুব জ্বর হয়েছিলো গতমাসে, কী করেছিলি বল তো?`
জুমন বললো, `তারপিন খাইয়েছিলাম। `
সুমন ধন্যবাদ জানিয়ে চলে গেলো।
সপ্তাহখানেক বাদে আবার দুজনের দেখা। সুমনের মুখ কালো। সে গম্ভীর গলায় বললো, `ইয়ে দোস্ত, তোমার একটা গরুর খুব জ্বর হয়েছিলো গতমাসে, কী যেন খাইয়েছিলে?`
`তারপিন। ` বললো জুমন।
সুমন রাগে ফেটে পড়লো, `আমি আমার গরুটাকে তারপিন খাওয়ানোর পর সেটা মরেই গেছে!`
জুমন চমকে উঠলো, `আরে, কী আশ্চর্য! আমারটাও তো মরে গিয়েছিলো!`

সংগ্রহে: তৌফিকুল ইসলাম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।