ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পুতুলের জ্বর | বিএম বরকতউল্লাহ্

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
পুতুলের জ্বর | বিএম বরকতউল্লাহ্ প্রতীকী ছবি

মাগো তুমি জলদি করে এসো
দেখো আমার পুতুল কেমন করে!
ইশ, ধরে দেখো, যাচ্ছে পুড়ে শরীর   
পুতুল আমার ভুগছে কঠিন জ্বরে।

দেখো দেখো, চোখের কোণায় কালচে মতো দাগ
আদর দিতেই বললো পুতুল, সামনে থেকে ভাগ!
ভাইয়া তুমি জলদি করে হাসপাতালে যাও
সঙ্গে করে নিয়ে এসো, ডাক্তার যাকে পাও।

মাগো তুমি বালতি ভরে ট্যাপের পানি আনো
কষ্ট কতো পুতুলমণির, তোমরা কি তা জানো?
হনহনিয়ে ডাক্তার এসে, বসলো পুতুল পাশে
থার্মোমিটার দেখেই পুতুল খলখলিয়ে হাসে!

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।