ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাবার স্মৃতি | বাসুদেব খাস্তগীর

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
বাবার স্মৃতি | বাসুদেব খাস্তগীর প্রতীকী ছবি

এইপথ সেইপথ ধরে রোজ হাঁটাহাঁটি
স্মৃতি নিয়ে এখনও কাঁদে সেই মাটি।
দখিনের জানালাটা পথ চেয়ে থাকে
আসবে তাই নাকি সদা মনে রাখে।

উঠোনের চারপাশ, পুকুরের জল
তার স্মৃতি নিয়ে করে সদা টলমল।
সবকিছু রয়ে গেলো ঠিকঠিক সব
শুধু তার থেমে আছে হাসি কলরব।


তার চৌকি সোফাটিও আছে অবিকল
শুধু নেই তিনি আজ চোখ যে ছলছল।
তার দেখা পথ ধরে আজো হাঁটাহাঁটি
মিশে আছে সবখানে সুখ পরিপাটি।
আসুক না বাধা যতো হিংস্র থাবা
সব কিছু হয় দূর, ছায়া তাই বাবা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।