ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

ঈশপের অনুগল্প

কাকের অদ্ভুত শখ

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৯, আগস্ট ২৩, ২০১৮
কাকের অদ্ভুত শখ .

একটি দাঁড় কাক দেখলো বড় এক জলাশয়ে ঘুরে বেড়াচ্ছে একটি রাজহাঁস। দেখে তারও ইচ্ছে হলো রাজহাঁসের মতো সুন্দর পালক দিয়ে তার মতো সাজার।

কাকটি ভাবলো রাজহাঁসের সুন্দর সাদা পালকগুলি পানিতে সাঁতার কাটার সময় নিশ্চয় রং ছড়ায়। মানে সাদা রং হয়তো সাঁতার কাটার সময় ওই পানিতে ধুয়ে যায়।

আর যখন রাজহাঁসটি সাঁতার কাটবে সেও ওই পানিতে নেমে হাঁসের ছড়ানো রং গায়ে মেখে তার মতো সুন্দর হবে। .
কাকটি লেকের পাশে তাই তার বসতিও গড়ে তুলতো। চেষ্টা করতে থাকলো রাজহাঁসের মতো হয়ে ওঠার। প্রতিদিন সে পানিতে নিজের কালো পালক ভিজিয়ে ভিজিয়ে সাদা করার চেষ্টা করতে থাকলো। কিন্তু কিছুতেই কালো পালকের রং পরিবর্তন হলো না। একসময় কাকটি খাদ্যাভাবে এভাবেই মৃত্যুমুখে পতিত হলো।

শিক্ষণীয় বিষয়: অভ্যাস পরিবর্তন প্রকৃতিকে পরিবর্তন করতে পারে না।

অনুবাদ: ইচ্ছেঘুড়ি ডেস্ক

বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।