তখন অপরজন ভাবলো, আমি তো নিশ্চিত ভাল্লুকের পেটে যেতে বসেছি। এটা ভেবে সে রাস্তার উপর সটান হয়ে শুয়ে পড়লো।

ভাল্লুকটি তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ফিরে গেলো। কারণ ভাল্লুক মরা প্রাণী খায় না।
ভাল্লুকের নীরবে চলে যাওয়া দেখে গাছে চড়া অপর বন্ধু এবার হাসতে হাসতে গাছ থেকে নেমে এলো। তার বন্ধুকে বললো, ভাল্লুকটি তোমার কানে কানে কি বলে গেলো। ‘সে আমাকে একটি উপদেশ দিয়ে গেছে। ’ বলেছে, কখনও এমন বন্ধুর সঙ্গে চলবে না যে তোমাকে বিপদে তোমাকে ছেড়ে চলে যাবে।
শিক্ষণীয় বিষয়: আকর্ষিক বিপদে প্রকৃত বন্ধু চেনা যায়
অনুবাদ: ইচ্ছেঘুড়ি ডেস্ক
বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এএ