ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

এলো খুশির কোরবানির ঈদ

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১১
এলো খুশির কোরবানির ঈদ

‘ও ভাই তোমাদের গরুটার দাম কত?’ আমি হলফ করে বলতে পারি কোরবানির গরু কিনে বাসায় নেওয়ার সময় তোমরা অবশ্যই এই প্রশ্নের সম্মুখীন হয়েছ। বার বার একই প্রশ্নের উত্তর দিতে কারো ভালো না লাগলেও এই প্রশ্নের উত্তর দিতে কেউ বিরক্ত হন না।

কারণ কোরবানি ঈদের আসল মজা শুরুই হয় আসলে গরু, ছাগল কেনা এবং কোরবানির হাটে যাওয়ার মধ্যে।

বাড়ির বড়দের জন্য ঈদুল আযহা বাড়তি অনেক কাজের ঝামেলা নিয়ে এলেও ছোটদের আনন্দের যেন কমতি নেই।

রোযার ঈদে চাঁদ রাতের মূল মজা হচ্ছে চাঁদ দেখা এবং আতশবাজি ফোটানো। কোরবানির ঈদে চাঁদ দেখার বিষয়টি না থাকলেও আছে কোরবানির পশু নিয়ে নানা ধরনের উত্তেজনা।

তুমি যে বয়সেরই হও না কেন, ঈদের নামাজ যেন মিস না হয়। নামাজ শেষে পরিচিত-অপিরিচিত সবার সঙ্গে কোলাকুলি করার মধ্যে যে আনন্দ তাছাড়া ঈদ কি সম্পন্ন হয়?

নামাজের পর বাড়ি ফিরে বাবা-মা এবং পরিবারের অন্যান্য মুরুব্বীদের সালাম করা আর সালামি নেয়া - সে কি আর বলতে হয়!

কোরবানির পর বড়রা মাংস কাটা এবং ভাগাভাগিতে ব্যস্ত হয়ে পড়েন। ইচ্ছে করলে তুমিও যোগ দিতে পারো তাদের সঙ্গে। মাংস কাটা শেষ হলে আত্মীয়-পরিজন, প্রতিবেশীদের মাংস বিলাতে যেও। এই সুযোগে তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ও হলো, বেড়ানোও হলো।

তবে ঈদের দিন দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার চেষ্টা করো। শেষ বিকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে যেতে পারো শহরের কোন বিনোদন কেন্দ্রে।

বাংলানিউজের ইচ্ছেঘুড়ির পক্ষ থেকে তোমাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।