ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মেঘবালিকার বায়না

ইমরুল ইউসুফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১
মেঘবালিকার বায়না

আজ সারাদিন বৃষ্টি হবে
রোদকে দিয়ে ছুটি
মেঘবালিকা বায়না ধরে
খাবে গরম রুটি।

রুটির খোঁজে মেঘবালিকা
আকাশ কোলে ঘেঁষে
পৌঁছে গেলে চাঁদের দেশে
হিমেল হাওয়ার ভেসে।



চাঁদের দেশে গিয়ে দেখে
চাঁদের বুড়ির রূপ
রঙিন শাড়ি পড়ে বুড়ি
বসে আসে চুপ।

শাড়ির আঁচল আটকে ধরে
বুড়ির পাশে বসে
রুটি খাওয়ার কথা বলে
মেঘবালিকা হেসে।

চাঁদের বুড়ি একফালি মেঘ
করে কাটাকুটি
সূর্যি মামার আলো দিয়ে
দেয় গড়িয়ে রুটি।

রুটি খেয়ে মেঘবালিকা
দিলো লম্বা ঘুম
জেগেই দেখে রংধুন রোদ
দিচ্ছে তাকে চুম।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।