ঢাকা, বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

শীতের আগমনী | আরিফুন নেছা সুখী

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
শীতের আগমনী | আরিফুন নেছা সুখী প্রতীকী ছবি

শিশির ভেজা দুর্বা জানায়
শীতের আগমনী,
শীত সকালে গাইছে গান
শ্যামা ও টুনটুনি।

কুয়াশা এলো চাদর গায়ে
খেজুর গাছে ফিঙে,
ওই যে দেখ দুলছে মাচায়
হলুদ ফুলের ঝিঙে।
ঝিঙে গাছে বুলবুলি ওই
যেই ধরেছে গান,
পাশ থেকে বললো শেয়াল 
তানপুরাটা আন।


শেয়াল বাজায়, ফিঙে নাচে
বুলবুলি গান গায়,
শীতের হাওয়ার লাগলো নাচন
শ্যামল এ বাংলায়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।