ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঈশপের অণুগল্প

একটি সিগালের অকাল মৃত্যু ও চিলের গল্প

গল্প/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
একটি সিগালের অকাল মৃত্যু ও চিলের গল্প প্রতীকী ছবি

সমুদ্রেই বসবাস সিগাল পাখিদের। মাছ এদের প্রিয় খাবার। একদা একটি সিগাল সাগরতীরে দেখা পেলো এক বড় আকারের মাছ। এতো বড় যে তার গলা দিয়ে উদরে নামা কঠিন। তবু লোভ সামলাতে পারলো না সিগালটি।

বড় আকারের মাছটি ধরেই গিলে ফেলার চেষ্টা করতে লাগলো। কিন্তু ফল হলো হিতে বিপরীত।

মাছটি গলা দিয়ে নামতে নামতেই তার খাদ্যনালী গেলো ফেটে। সিগালটি অসহায় অবস্থায় সাগরতীরেই ঢলে পড়লো মৃত্যুর কোলে।

এ অবস্থা আকাশ থেকে দেখছিল একটি চিল। অবাক হয়ে সে সিগালের দিকে তাকিয়ে বললো, তুমি তোমার এ ভাগ্য সম্পূর্ণরূপে বরণ করার যোগ্য কাজটি করেছো। মুক্ত একটি পাখির জন্য শুধু সাগর থেকেই খাবার সংগ্রহ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেটা মনে রাখা উচিত ছিল।

শিক্ষণীয় বিষয়: প্রতিটি মানুষেরই মনে রাখা উচিত তার নিজের আওতা ও সামর্থ্য কতটুকু।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।