ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কাক ও বিড়াল

অশোকেশ রায় | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১
কাক ও বিড়াল

কাক রেগে কয় কাকা
দাও না কিছু টাকা
থাকবো না আর এই শহরে
চলেই যাবো ঢাকা।

যায় না হেথায় থাকা
কিচ্ছুটি নেই দেখার মতো
এক্কেবারে ফাঁকা।



বললো বিড়াল রামা
একটু দাঁড়াও মামা
আমিও যাবো তোমার সাথে
পরে লাল জামা।

সঙ্গে নেবো ধামা
ধামায় করে আনবো কিনে
যা যা খ্যাতনামা।

সেদিন এক ফাঁকে
বিড়াল এবং কাকে
ঢাকায় গিয়ে পড়লো জ্যামে
গুলিস্তানের বাঁকে।

আর কি ওরা থাকে?
সেদিন থেকে করলো আপন
নিজের শহরটাকে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।