চলরে খেতে চল
দুষ্টু ছেলের দল।
মায়ের হাতের পিঠা-পুলি
খেতে তাইতো দু’হাত তুলি,
শুকনো পাতায় আগুন জ্বেলে
দলবেঁধে চল সব ছেলে।
নিটল মনের বল
দুষ্টু ছেলের দল।
হাড়ি পাতা খেঁজুর গাছে
রসের মধর স্বাদ আছে
এক নিমিষেই জিভে আসে জল
গাছে ওঠার পাই যে অসীম বল।
ভয় কাটিয়ে চল
দুষ্টু ছেলের দল।
লাল টুকটুক বরই ডালে
পুকুর-নদী-ডোবা-খালে,
যখন-তখন যেথায়-সেথায়
মন ছুটলে খুঁজে কি আর পায়!
চলরে ছুটে চল
দুষ্টু ছেলের দল।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এএ