ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঈদ আয়োজনে তোমাদের অনুষ্ঠান

তোফাজ্জল লিটন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০
ঈদ আয়োজনে তোমাদের অনুষ্ঠান

ছোটদের ঈদ মানে নামাজের আগে পর্যন্ত নতুন জামা-কাপড় কাউকে না দেখিয়ে লুকিয়ে রাখা। আর নামাজের পর সে কাপড় পড়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে ঘুরে বেড়ানো।

তবে এখন যে যাই করুক না কেনো টিভিতে যেন কোনো অনুষ্ঠান বাদ না যায়। আর টিভি চ্যানেলগুলোও ঈদে তোমাদের জন্য প্রচার করে মজার মজার সব অনুষ্ঠান। প্রতিবারের মতো এবারও এর ব্যতিক্রম হয়নি। নিচে দেখে নাও তোমাদের জন্য চ্যানেলেগুলোতে কি কি আয়োজন আছে...

এটিএন
ঈদের দিন সকাল ১০টা ৩০ মিনিট : ‘ঈদ আনন্দে মাতি’ দ্বিতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিট : ‘হাসি কাসির গপ্প’ তৃতীয় দিন সকাল ১০টা ৩০ মিনিট : ‘আমরা করবো জয় ’ চতুর্থ দিন সকাল ১০টা ৩০মিনিট : ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের খুশী’ পঞ্চম দিন সকাল ১০.৩০ মিনিট : নাটক ‘সবার সাথে’

দেশ টিভি
ঈদের দিন সকাল ৯টা ৩০ মিনিট : কল্পলোকের গল্পকথা দ্বিতীয় দিন সকাল ৯টা ৩০ মিনিট : কল্পলোকের গল্পকথা, ৬টা ০২ মিনিট : ‘কলা গাছের ডাঙ্গা বেটা অইলে আঙ্গা’ তৃতীয় দিন সকাল ৯টা ৩০ মিনিট : কল্পলোকের গল্পকথা, সকাল ১০টা ৩০ মিনিট : ছায়াছবি ‘ছুটির ঘন্টা’

এনটিভি
ঈদের দিন সকাল ৯টা ৩০মিনিট : শিশুতোষ অনুষ্ঠান ‘আবার এলো ঈদ’, বিকাল ৬:১৫ : মার্কস অলরাউন্ডার

একুশে টিভি
ঈদের দিন বিকেল ৫টা ২০ মিনিটে : নৃত্যানুষ্ঠান ‘নাতে দানা’ দ্বিতীয় দিন বিকেল ৫ টা ২৫ মিনিটে : ‘ডিং ঢং বেল’ তৃতীয় দিন বিকেল ৫ টা ২৫ মিনিটে : ‘ডিং ঢং বেল’ চতুর্থ দিন বিকেল ৫ টা ২৫ মিনিটে : ‘ডিং ঢং বেল’ ৫ম ও ৬ষ্ঠ দিন বিকেল ৫টা ২০ মিনিট : ছোটদের নাটক  ‘স্কুল পালিয়ে’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।