ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছুটি | আলমগীর কবির 

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
ছুটি | আলমগীর কবির 

শিউলিতলায় শিউলি যত
ঝরে ঝরে পড়ে, 
ভোরবেলা মা ফুল কুড়াতে
মনটা কেমন করে।

একটি ভোরে দিও মাগো
ফুল কুড়াবার ছুটি,
বনের পাখিও মুক্ত মাগো
আমার কী ত্রুটি?

ভুললে মাগো এখন আমার 
ফুল কুড়াবার বেলা,
কী ক্ষতি মা পাখির সাথে 
করি যদি খেলা।

ফুল কুড়িয়ে তোমায় দেবো
একটি মালা গেঁথে, 
বারণ তুমি আর কোরো না
বাইরে আমায় যেতে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।