ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

করোনা পালাবে ঈদের চাঁদে | ইমরুল ইউসুফ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মে ১৩, ২০২১
করোনা পালাবে ঈদের চাঁদে | ইমরুল ইউসুফ

রোজ সকালে জানালা পাশে বসে আমি থাকি
ভাবতে থাকি রোজার ঈদের আর কটাদিন বাকি।
জানালা গলে সূর্যের আলো গায়ে এসে লাগে
উষ্ণ তাপে করোনার দল ভয় পেয়ে কি ভাগে!
ভয় পাওয়া সব জীবাণুরা বললো গলা ছেড়ে
সূর্য নয় চাঁদের আলো এখনই দাও পেড়ে।


চাঁদের আলো মিষ্টি ভারি যেন শিমুল তুলো
এই আলোতে থাকবে বেঁচে করোনার প্রাণগুলো।
কোভিড ১৯-এর রাজা উজির এই কথাটা শুনে
ভাইরাসদের বললো ডেকে তারিখ রাখিস গুনে।
শাওয়াল মাসের এক তারিখে উঠবে নতুন চাঁদ
কাঁচির মতো ওই চাঁদটিই ভাইরাস ধরার ফাঁদ।
সাবধানে তাই থাকতে হবে চাঁদওঠা ওই দিনে
ঢাল তলোয়ার কামান গোলা রাখতে হবে কিনে।
চাঁদের আলো ফেলবে খেয়ে রোগ জীবাণুর দল
আলোর সাথে আকাশজুড়ে নামবে তারার ঢল।
ঈদের আগেই ভাগতে হবে ছাড়তে হবে দেশ
চাঁদ ও সূর্যের আলো মিলে করেই দেবে শেষ।
এমনি ভেবে করোনার দল আটলো মনে ফন্দি
বিমানের ওই ককপিটেতে করলো তাদের বন্দি।
আমরা এখন অপেক্ষাতে গুনছি রঙিন দিন
ঈদের চাঁদে করোনারা পালিয়ে যাবে চীন!

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মে ১৩, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।