ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুয়েত

কুয়েত থেকে জাহিদুর রহমান

কুয়েতে একখণ্ড ‘বাংলাদেশ’ বাংলা মার্কেট

জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
কুয়েতে একখণ্ড ‘বাংলাদেশ’ বাংলা মার্কেট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরকাব (কুয়েত) থেকে: মার্কেটের ভেতরে ঢুকেই রীতিমত চক্ষু চড়কগাছ। এ কোথায় এলাম! মনে হবে কল্পনার বাহনে চড়ে বোধহয় মধ্যপ্রাচ্য ছেড়ে চলে এসেছি মাতৃভূমি বাংলাদেশে।



ঢাকার কোনো শপিং মলে! মনে হওয়াটাই স্বাভাবিক!  বাংলাদেশি, বাংলা ভাষা। সব মিলিয়ে ‘বাংলা মার্কেট’।

বলছি কুয়েত সিটির মিরকাবের ‘সুক আল ওয়াতিনার’ কথা। যার মানে দাঁড়ায় জাতীয় বিপণি বিতান।

কারণ অবশ্যই আছে। এটাই কুয়েতের ইতিহাসে নাম লেখানো প্রথম মার্কেট।

সবার কাছে পরিচয় ওয়তিনা মার্কেট বা বাংলা মার্কেট। আধুনিক আরও অনেক শপিং মল আর বিপণি বিতানের চাপে আরব ছেড়ে বাংলাদেশিদের ‘দখলে’ এই মার্কেট।

আটতলা মার্কেটের প্রথম ও দোতলা নিয়ে চারশ’ দোকান। কী নেই এখানে!

মোবাইল, গার্মেন্টস, ল্যাগেজ, জুয়েলারি? সবই মেলে এসব দোকানে। মার্কেটের দু’টি ফ্লোর জুড়েই কেবল বাংলাদেশ!

নিচ তলায় কথা হলো বিভিন্ন ব্যবসায়ী ও ক্রেতার সঙ্গে। চোখে পড়লো সুপার গিফট সেন্টারেরও।

ঘড়িসহ যাবতীয় উপহার সামগ্রী বিক্রি হয় দোকানটিতে। ফেনীর দাগনভূঁইয়ার আবু হেনা মোস্তফা কামাল বাবলু পরিচালনা করেন এ দোকান।

বাংলানিউজকে তিনি বললেন, ‘অতীতে দেশে যাবার আগে প্রবাসীরা হুমড়ি খেয়ে পড়তেন এই মার্কেটে। প্রয়োজনীয় সামগ্রী কিনে ব্যাগ ভর্তি করে দেশে ফিরতেন তারা। দেশে যাচ্ছে এমন কাউকে পেলে তার হাতেও তুলে দিতেন স্বজনদের জন্যে নানা উপহার সামগ্রী। এখন অবশ্য আগের সেই দিন নেই!’

এই বাংলা মার্কেটের মূল বৈশিষ্ট্যই হচ্ছে-প্রায় প্রতিটি দোকানের সাইনবোর্ডের ভাষাই বাংলা।

আরবির রাজত্বে বাংলা ভাষার এই জয় জয়কারে দেশ প্রেমের উদাহরণ দিতেও ভুল করেন না এখানকার ব্যবসায়িরা।

একটি দোকানের সামনে রাখা স্পিকারে ভেসে আসছে বাঙালি লোক সংগীতের সুরের মূচ্ছর্না। খোদ কুয়েতি বা পারস্য উপসাগরীয় দেশের পর্যটকদের কানে বিনামূল্যেই দেশীয় সংস্কৃতি পৌছে দিচ্ছেন প্রবাসীরা।

বেচা-কেনায় ব্যস্ত সবাই। কেউ ঢাকার মতোই ক্রেতাদের নজর কারছেন নানা কায়দায়। কেউ বা ক্রেতাদের গতিবিধিও পর্যবেক্ষণ করছেন রাজধানীর বিভিন্ন বিপণি বিতানের কায়দায়।

সরেজমিনে দেখা গেল, ঢাকার মার্কেটগুলোর মতোই বেশ জমজমাট এখানকার দোকানগুলো। বিশেষ করে এখ‍ানে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে ভিড় উপচে পড়ে এ মার্কেটে।

‘প্রবাসীদের সাপ্তাহিক মিলন মেলার ঠিকানাও এই মার্কেট,’ বলছিলেন বাংলাদেশি কমিউনিটির প্রিয়মুখ মিজানুর রহমান।

বাংলানিউজে তিনি বলেন, ‘কর্মব্যস্ত প্রবাস জীবনে অবসরের আড্ডায় মিলিত হতে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে অনেকে আসেন এখানে। সবাই যখন এক হয় তখন মিলন মেলায় পরিণত হয়। ’

আলাপচারিতায় জানা গেল, প্রবাসের চাকরির অবসরের পুরো সময়টা তিনি ব্যয় করেন কমিউনিটির কল্যাণে। মরুভূমির দেশ কুয়েতে বেড়াতে প্রবাসীদের ভ্রমণ সূচিতে থাকে এই মার্কেট।

প্রবাসী মিজানুর রহমান বলেন, শুধু কী তাই। দেশে ফিরে যাবার আগে কুয়েত ভ্রমণের স্মৃতিকে সঙ্গী করতে এই মার্কেট থেকে নানা উপহার সামগ্রী কিনে নেন বাংলাদেশিরা।

বাংলাদেশ সময়: ০৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এইচআর/এমএ/

** কুয়েতের রাজধানী
** সবার উপর দেশ
** কুয়েতে সবাই এমপি!
** সেই ‘ছোট মানুষটিই’ কুয়েতের বড় ব্যবসায়ী
** কুয়েতের বাতাসে ধ্বনিত হয় বাংলা
** কুয়েতের ডাক্তার আপা
** ‘জীবন যুদ্ধ কইত্যে কইত্যে একটা জায়গায় পৌঁছাইছি’
** কুয়েতে তথ্য প্রযুক্তি খাতে সেনা পাঠাচ্ছে বাংলাদেশ
** আইনে নেই, তবুও বেআইনি চর্চা
** পরিবেশ পেলে বিনিয়োগ যাবে কুয়েত থেকে
** কুয়েতের জন্যে বাংলাদেশের আত্মত্যাগ
** কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ
**  কুয়েতে বাংলাদেশের ‘প্রিন্স’ সহিদ
** হয়রানি ও নাজেহালের শিকার হচ্ছেন প্রবাসীর
** অলিদের বঞ্চনা দেখার কেউ নেই
** শিল্প-সাহিত্যেও পিছিয়ে নেই প্রবাসীরা
** বাংলাদেশিদের কাজের ঠিকানা সুলাইবিয়ার ফল-সবজির বাজারও
** পরিবর্তনের দূত মেজর জেনারেল আসহাব উদ্দিন
** কুয়েতে মানবতার ফেরিওয়ালারা!
** সততা আর নিষ্ঠা থাকলে ঠেকায় কে?
** মরুর বুকে বুকভরা নিঃশ্বাস
** শ্রমিকদের মাথার মুকুট আব্দুর রাজ্জাক
** আরব সাগর থেকে হিমেল বাতাসে ভর করে এলো ছন্দ
** মরুর কুয়েত সবুজ চাদরে ঢাকছেন নাফিস জাহান
** ফেব্রুয়ারিতেই খুলনার মারুফের জীবনে আসছে পূর্ণতা!
** কুয়েতে গুলশান!
** কুয়েতের অ্যাম্বাসেডর!
** জন্ম কুয়েতে, হৃদয় বাংলাদেশের
** সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে চট্টগ্রামের শাহজাহানের
** ধূসর মরুভূমিতে সবুজ স্বপ্ন!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুয়েত এর সর্বশেষ