ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

কুয়েত

কুয়েত থেকে জাহিদুর রহমান

‘ডাখা মাত্রই ফাওয়া যায়’

জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
‘ডাখা মাত্রই ফাওয়া যায়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খালদিয়া (কুয়েত) থেকে: কারো রক্ত লাগবে, প্রয়োজন ডোনার। কেউ প্রিয়জন হারিয়েছেন, প্রয়োজন সান্ত্বনা-সহমর্মিতার।

কারো মেয়ের বিয়ে, প্রয়োজন পাশে দাঁড়ানো। কারোবা সামাজিক কর্মসূচি, আলোচনা, আড্ডা। তখনই ডাক পড়ে আলিমুদ্দিনের (৫৫)।

প্রবাসে উৎসব আয়োজন থেকে শুরু করে আলোচনা, আড্ডা। সব অনুষ্ঠানেই চেনা মুখ আলিমুদ্দিন। তাকে ছাড়া যেন পূর্ণতাই পায় না উৎসব আয়োজন। তার অনুপস্থিতি উদ্বেগ ছড়ায় প্রবাসী প্রাণে। কি হলো আলিমুদ্দিনের! অসুখ-বিসুখে পড়লেন না তো! এমন নানা উদ্বেগে উৎকণ্ঠার মাত্রা ছড়ায়।

পরনে সর্বদা কোট, টাই, প্যান্ট। চলনে বলনে মার্জিত। দেখে মনে হবে কোনো করপোরেট ব্যক্তিত্ব। আসলে তা নয়। আলিমুদ্দিন খুবই সাধারণ কাজ করেন কুয়েতে। বলতে গেলে ডে লেবার বা দিন মজুর।

মানুষের সেবা করে সামান্য একজন দিনমজুর সমাজের সব স্তরে কিভাবে অসামান্য হয়ে উঠতে পারেন তার উদাহরণ আলিমুদ্দিন।

বলতে গেলে মানব সেবার মাধ্যমে আলিমুদ্দিন নিজেকে পরিণত করেছেন সমাজের দলিত, সুবিধা বঞ্চিত, খেটে খাওয়া শ্রমিকদের মুখপাত্র। তাই বলে এর নেই কোনো পোশাকি পরিচয়। আলিমুদ্দিনের পরিচয় তিনি নিজেই।

বাবা আব্দুর রব। সিলেটের কানাইঘাট থানার বীরদল গ্রামের আলিমুদ্দিন, ভাগ্য অন্বেষণে মরুভূমির দেশ কুয়েতে আসেন উপসাগরীয় যুদ্ধের পরপরই, ১৯৯১ সালে। সে সময় মাত্র ৪০ দিনার বেতনের লেবার হিসেবে কুয়েত এসে আজ প্রবাসীদের সবার আপনজনে পরিণত হয়েছেন। কেবলমাত্র নিজের সেবা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে।

স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে বাংলাদেশেই থাকেন। আলিমুদ্দিনের প্রবাস আয় সামান্য। কিন্ত পরোপকারে হৃদয়টা আকাশের মতো বড়।

প্রবাসী আব্দুস সেলিম মিথুন বাংলানিউজকে জানান, আলিমুদ্দিন প্রবাসে কমিউনিটির প্রিয় স্বজন। যেকোনো অনুষ্ঠানে লোক সমাগম ঘটিয়ে অনুষ্ঠানের পূর্ণতা দিতে তার জুড়ি নেই।

প্রবাসীদের উৎসব আয়োজন থেকে দূতাবাসে রাষ্ট্রীয় আয়োজন। সবখানেই তার উপস্থিতি। একা নয়। সদলবলে এসে আয়োজনকে করেন প্রাণবন্ত।

আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘ডাখা মাত্রই তারে ফাওয়া যায়’।

আলিমুদ্দিন বাংলানিউজকে বলেন, আমি খুবই সাধারণ মানুষ। মানবতার জন্য কিছু করলে মনে শান্তি পাই। তৃপ্তি লাভ করি। এটাই আমার প্রেরণা।

দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান বাংলানিউজকে জানান, নিজের কাজের ব্যাঘাত ঘটিয়ে অপরের কল্যাণে নিয়োজিত থাকেন আলিমুদ্দিন। ধরেন প্রবাসে কোনো শ্রমিক মারা গেলেন। আলিমুদ্দিন ছুটে আসেন সবার আগে। নিঃস্বার্থভাবে দূতাবাসে সাহায্য প্রার্থনা করেন তিনি। দ্রুত মরদেহ দেশে পাঠাতে দূতাবাস কর্মীদের সঙ্গে হাতে হাত রেখে মানব কল্যাণে ঝাঁপিয়ে পড়েন।

রাষ্ট্রদূত মেজর জেনারেল আসহাব উদ্দিন বাংলানিউজকে বলেন, দূতাবাসের যেকোনো অনুষ্ঠানে দেখা মেলে আলিমুদ্দিনের।

দূতাবাসের আয়োজনে একটি রক্তদান অনুষ্ঠানে নিজেই ৪০ জন মানুষকে নিয়ে এসেছেন। সবাইকে উদ্বুদ্ধ করেছেন রক্তদানে। প্রবাসে তার এই উদ্যোগ আমাদের সবার নজর কেড়েছে। পরে তার ব্যাপারে আমার নিজের কৌতূহল তৈরি হয়। ডেকে নিয়ে কথা বলি। সম্মান জানাই তার নিবেদিত প্রাণ ভূমিকাকে।

মানুষের সেবা আর কল্যাণে নিজেকে সাধারণ থেকে যে কতোটা অসাধারণ পর্যায়ে নেওয়া সম্ভব তার জ্বলন্ত উদাহরণ আলিমুদ্দিন। কেবলমাত্র অর্থ-বিত্ত আর ক্ষমতাই নয়। মানবতার কল্যাণ করার উত্তম মানসিকতা দিয়েই যে মানুষের মন জয় করা যায়, নতুন করে তার উদাহরণ গড়েছেন আলিমুদ্দিন, যোগ করেন রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
জেডএস

** ‘পচা’ শব্দটাই নিষিদ্ধ যেখানে
** ভালো নেই মরু জাহাজের নাবিকরা
** গৃহশ্রমের বাজারের হর্তাকর্তা দুই মোল্লা
** মরুর বুকে ধূসর জীবন
** ত্যাগে শীর্ষে ইমেজে পেছনে
** মরেও শান্তি নেই কুয়েতে!
** কুয়েতের রক্তচোষা মানুষ
** কুয়েতে রচনার বাংলাদেশ রচনা
** গাড়ি নতুন, ফোন পুরনো!
** ‘আঁততে আর বাংলাদেশত যাইতাম মনে ন হ’
** ব্যাডা মাছ, বেডি মাছ!
** ‘ধরা পড়লে রক্ষা নেই, কুয়েত থাকার সুযোগ নেই’
** কুয়েতে একখণ্ড ‘বাংলাদেশ’ বাংলা মার্কেট
** কুয়েতের রাজধানী
** সবার উপর দেশ
** কুয়েতে সবাই এমপি!
** সেই ‘ছোট মানুষটিই’ কুয়েতের বড় ব্যবসায়ী
** কুয়েতের বাতাসে ধ্বনিত হয় বাংলা
** কুয়েতের ডাক্তার আপা
** ‘জীবন যুদ্ধ কইত্যে কইত্যে একটা জায়গায় পৌঁছাইছি’
** কুয়েতে তথ্য প্রযুক্তি খাতে সেনা পাঠাচ্ছে বাংলাদেশ
** আইনে নেই, তবুও বেআইনি চর্চা
** পরিবেশ পেলে বিনিয়োগ যাবে কুয়েত থেকে
** কুয়েতের জন্যে বাংলাদেশের আত্মত্যাগ
** কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ
**  কুয়েতে বাংলাদেশের ‘প্রিন্স’ সহিদ
** হয়রানি ও নাজেহালের শিকার হচ্ছেন প্রবাসীর
** অলিদের বঞ্চনা দেখার কেউ নেই
** শিল্প-সাহিত্যেও পিছিয়ে নেই প্রবাসীরা
** বাংলাদেশিদের কাজের ঠিকানা সুলাইবিয়ার ফল-সবজির বাজারও
** পরিবর্তনের দূত মেজর জেনারেল আসহাব উদ্দিন
** কুয়েতে মানবতার ফেরিওয়ালারা!
** সততা আর নিষ্ঠা থাকলে ঠেকায় কে?
** মরুর বুকে বুকভরা নিঃশ্বাস
** শ্রমিকদের মাথার মুকুট আব্দুর রাজ্জাক
** আরব সাগর থেকে হিমেল বাতাসে ভর করে এলো ছন্দ
** মরুর কুয়েত সবুজ চাদরে ঢাকছেন নাফিস জাহান
** ফেব্রুয়ারিতেই খুলনার মারুফের জীবনে আসছে পূর্ণতা!
** কুয়েতে গুলশান!
** কুয়েতের অ্যাম্বাসেডর!
** জন্ম কুয়েতে, হৃদয় বাংলাদেশের
** সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে চট্টগ্রামের শাহজাহানের
** ধূসর মরুভূমিতে সবুজ স্বপ্ন!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুয়েত এর সর্বশেষ