ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুয়েত

কুয়েতে পহেলা বৈশাখ উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
কুয়েতে পহেলা বৈশাখ উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়েত: কুয়েতে উদযাপন করা হয়েছে চিরায়ত বাঙালির পহেলা বৈশাখ।

১৪ এপ্রিল, বৃহস্পতিবার অপারেশন কুয়েত পুর্নগঠনের (ওকেপি-৯)  ব্যবস্থাপনায় বৈশাখে অবগাহন নামে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া বাংলাদেশ মিলিটারি কন্টিজেন্ট (বিএমসি) কুয়েত সদর দফতর সোবহানে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিএমসি লেডিস ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম শামীমউজ্জজামান।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, কুয়েত সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুয়েত এর সর্বশেষ