ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আব্দুল্লাহ আল জায়েদকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ করে বুধবার (১১ জানুয়ারি) রায় দেন বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ।
আদালতে আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফরহাদ আহমেদ।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামরুল হাসান খান আসলাম।
এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামরুল হাসান খান আসলাম।
আইনজীবী ফরহাদ আহমেদ বলেন, আব্দুল্লাহ জায়েদ এক বছর নয় মাস ধরে কারাগারে রয়েছেন। এখনও তার বিচার শুরু হয়নি। এ কারণে আদালত তাকে জামিন দিয়েছেন।
২০২১ সালের ৩০ এপ্রিল রাজধানীর পল্লবী ও মানিকগঞ্জের শিবালয় এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় দুই সদস্য সজিব হোসেন খান (২২) ও আব্দুল্লাহ জায়েদকে (১৯) আটক করে র্যাব। পরে তাদের নামে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়।
আটক করার সময় তাদের কাছ থেকে আনসার আল ইসলামের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
ইএস/এসআই