ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

দুই শিশুকে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
দুই শিশুকে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকায় ছয় ও সাত বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৯ জানুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. ফজলু (৩২) ও মো. জহিরুল ইসলাম (৫৪)। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রায় ঘোষণার সময় কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২১ সালের ২১ মে দুপুরে মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকায় একটি রিকশা গ্যারেজের সামনে থেকে আসামিরা দুই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভনে ডেকে নেন। ২০ টাকা দিয়ে বলে যে, চল আমরা রিকশায় করে ঘুরে আসি। এ সময় আসামিরা শিশুদের রিকশার গ্যারেজে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে মেয়েকে গোসল করানোর সময় শরীরের বিভিন্ন স্থানে দাগ দেখতে পেয়ে জিজ্ঞাসা করলে সে উল্লেখিত বিষয়টি জানায়।

এ ঘটনায় পরদিন ২২ মে এক শিশুর বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ২৯ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তীতে ২০২২ সালের ৩১ জানুয়ারি একই আদালত আসামিদের বিরুদ্ধে  অভিযোগ গঠনের আদেশ দেন। মামলার বিচার চলাকালে চার্জশিটভূক্ত নয় সাক্ষীর মধ্যে পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
কেআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।