ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) হলেন তোফায়েল হাসান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) হলেন তোফায়েল হাসান এসকে এম তোফায়েল হাসান। ছবি: সংগৃহীত

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) এসকে এম তোফায়েল হাসানকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধান বিচারপতি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) এসকে এম তোফায়েল হাসানকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রেষণে নিয়োগ করেছেন। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
ইএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।