ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

৭৪ হাজার ইয়াবার মামলায় চারজনের ১৫ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
৭৪ হাজার ইয়াবার মামলায় চারজনের ১৫ বছর কারাদণ্ড

ঢাকা: প্রায় ৫ বছর আগে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ৭৩ হাজার ৮৪৫ ইয়াবা উদ্ধারের মামলায় চার আসামিকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন মিয়া, মো. দেলোয়ার হোসেন, কামাল হোসেন ও মো. ইসমাইল। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তাদের আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।

২০১৮ সালের ২৫ মার্চ রাত দেড়টা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে ৭৩ হাজার ৮৪৫ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব-১ এর নায়ক সুবেদার আরশাদুর রহমান উত্তরা পূর্ব থানায় মামলা করেন।  

মামলাটি তদন্ত করে ওই বছরের ২৬ জুন আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দীপন কুমার।  

২০১৯ সালের ৭ এপ্রিল আসামিদের নামে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৫ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।